ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

আজ বার্সা-পিএসজি দ্বৈরথ, কঠিন সমীকরণের সামনে মেসিরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে লিভারপুলের মুখোমুখি হবে লাইপজিগ। দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।

রাজকাহন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চকর ম্যাচ, বার্সেলোনা-পিএসজি লড়াই। গেল আসরের রানার্সআপ পিএসজির একটাই টার্গেট, ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের গৌরবগাঁথা লেখার। গেলবারের ফাইনালে বায়ার্নের কাছে স্বপ্ন পুড়েছিল পিএসজির। এবার আবারো ইউরোপ সেরার হওয়ার সুযোগ এসেছে তাদের সামনে।

শেষ আটে নাম লেখাতে হলে বার্সেলোনাকে জিততে হবে অনন্ত চার গোলের ব্যবধানে। প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হেরে সমীকরণ কঠিন করেছে মেসি-গ্রিজম্যানরা। স্প্যানিশ লিগে সবশেষ ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে বেশ চনমনে থেকেই প্যারিসের প্লেনে চড়েছে কোম্যানের দল।

১ম লেগে ন্যুক্যাম্পে এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচ নিজেদের করে নেয় প্যারিসিয়ানরা। এগিয়ে থেকে পার্ক দ্যো প্রিন্সেসে কোয়ার্টারে জায়গা নিশ্চিতের টার্গেট পিএসজির। কাপ দ্যো ফ্রান্সে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে ফর্মে থাকার ফলাফল দেখিয়েছে দলটা। ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র। এই ম্যাচেও তাই দেখা যাবেনা মেসি-নেইমার দ্বৈরথ।

এদিকে, ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল প্রথম লেগে ২-০ গোলে জিতে এক পা এগিয়ে রেখেছে কোয়ার্টারে। নিউট্রাল ভেন্যু পুসকাস অ্যারেনায় খেলবে লিভারপুল-লাইপজিগ। কাজেই থাকছেনা হোম-অ্যাওয়ে সুবিধা কিংবা অসুবিধার হিসেব। ইপিএল টেবিলের আটে থাকা অলরেডদের লিগ মৌসুমটায় এগিয়ে যাচ্চেন বেশ ঠিকঠাক মতোই। চ্যাম্পিয়ন্স লিগে সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় ইয়ুর্গেন ক্লপের দল। জার্মান অপজিশনের বিপক্ষে বরাবরই পারফরমেন্স চার্টের গ্রাফ ওপরের দিকে অলরেডদের।

বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে লাইপজিগ। নিজেদের ভুলে প্রথম লেগে দুই গোল হজম করে দলটি। কোয়ার্টারে খেলার এতটুকু সুযোগও হাতছাড়া করবেনা জার্মান ক্লাবটি। পাশার দান উল্টে দিতে প্রস্তুত রেড বুল অ্যারেনা টিম।

ট্যাগস :

আজ বার্সা-পিএসজি দ্বৈরথ, কঠিন সমীকরণের সামনে মেসিরা

আপডেট সময় : ০৭:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে লিভারপুলের মুখোমুখি হবে লাইপজিগ। দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।

রাজকাহন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চকর ম্যাচ, বার্সেলোনা-পিএসজি লড়াই। গেল আসরের রানার্সআপ পিএসজির একটাই টার্গেট, ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের গৌরবগাঁথা লেখার। গেলবারের ফাইনালে বায়ার্নের কাছে স্বপ্ন পুড়েছিল পিএসজির। এবার আবারো ইউরোপ সেরার হওয়ার সুযোগ এসেছে তাদের সামনে।

শেষ আটে নাম লেখাতে হলে বার্সেলোনাকে জিততে হবে অনন্ত চার গোলের ব্যবধানে। প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হেরে সমীকরণ কঠিন করেছে মেসি-গ্রিজম্যানরা। স্প্যানিশ লিগে সবশেষ ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে বেশ চনমনে থেকেই প্যারিসের প্লেনে চড়েছে কোম্যানের দল।

১ম লেগে ন্যুক্যাম্পে এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচ নিজেদের করে নেয় প্যারিসিয়ানরা। এগিয়ে থেকে পার্ক দ্যো প্রিন্সেসে কোয়ার্টারে জায়গা নিশ্চিতের টার্গেট পিএসজির। কাপ দ্যো ফ্রান্সে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে ফর্মে থাকার ফলাফল দেখিয়েছে দলটা। ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র। এই ম্যাচেও তাই দেখা যাবেনা মেসি-নেইমার দ্বৈরথ।

এদিকে, ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল প্রথম লেগে ২-০ গোলে জিতে এক পা এগিয়ে রেখেছে কোয়ার্টারে। নিউট্রাল ভেন্যু পুসকাস অ্যারেনায় খেলবে লিভারপুল-লাইপজিগ। কাজেই থাকছেনা হোম-অ্যাওয়ে সুবিধা কিংবা অসুবিধার হিসেব। ইপিএল টেবিলের আটে থাকা অলরেডদের লিগ মৌসুমটায় এগিয়ে যাচ্চেন বেশ ঠিকঠাক মতোই। চ্যাম্পিয়ন্স লিগে সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় ইয়ুর্গেন ক্লপের দল। জার্মান অপজিশনের বিপক্ষে বরাবরই পারফরমেন্স চার্টের গ্রাফ ওপরের দিকে অলরেডদের।

বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে লাইপজিগ। নিজেদের ভুলে প্রথম লেগে দুই গোল হজম করে দলটি। কোয়ার্টারে খেলার এতটুকু সুযোগও হাতছাড়া করবেনা জার্মান ক্লাবটি। পাশার দান উল্টে দিতে প্রস্তুত রেড বুল অ্যারেনা টিম।