DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আতিউর রহমান’র কথায় “এতটা এমন”

DoinikAstha
আগস্ট ২৩, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

“এতটা এমন” শিরোনাম সম্প্রতি মুক্তি পেলো আতিউর রহমান’র কথায় নতুন গান, ইন্দ্রনীল মিত্র’র সুরে। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় শিল্পী রূপক তিয়ারী এবং সাথে প্রতিভাবান শিল্পী তিতিক্ষা চৌধুরী । গানের সংগীত আয়োজন করেছেন স্বনামধন্য মিউজিসিয়ান ঋষি পাণ্ডা ।

গানটি প্রকাশিত হয়েছে Indranil M Tunes ইয়ুটিউব চ্যানেল থেকে । গানের ভিডিও করেছেন অদিত্য পাল । একটা রোম্যান্টিক থিমে গানের কথা সাজানো । এই প্রসঙ্গে গীতিকার আতিউর বলেন গানটি ইয়াঙ শ্রোতাদের জন্য শুধু নয়, এর থিম এবং কথা সার্বজনীন । রুচিসম্মত কাব্যিক কথার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে ।

গানের মাঝে কথাচিত্র আঁকতে পছন্দ করেন এই গীতিকার । রোম্যান্টিক থিম নিয়ে নতুন ধরনের আরও গান করার আগ্রহ আছে । এই নিয়ে পরিকল্পনা এবং কাজ করছেন দুই বাংলার মিউজিসিয়ান এবং শিল্পীদের সাথে । এই প্রসঙ্গে আতিউর বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে আসছে আরেকটি মিষ্টি রোম্যান্টিক গান । ইন্দ্রনীল মিত্র খুব কনটেম্পোরারি স্টাইলে একটু ওয়েস্টার্ন ছোঁয়া দিয়ে বেঁধেছেন গানের সুর এবং ছন্দ ।

নতুনত্তের বেপারে ইন্দ্রনীল এবং আতিউর সব সময় যত্নবান এবং গানের প্রয়োজনে পরীক্ষামুলক ভাবে কিছু করতেও পিছু পা হন না । গতানুগতিক ধারা থেকে আলাদা কথায় এবং সুরে এই সাক্ষরই রেখে চলেছেন তাঁরা প্রতিটি কাজে ।

এই জুটির পূর্ব প্রকাশিত জীবনধর্মী গান “বলবেনা পিছুটান”, “সব ফেরারি”, এবং “আহারে জীবন” গানগুলি শ্রোতাদের মাঝে অনেক ভালবাসা কুড়িয়েছে । “এতটা এমন”ও তার ব্যতিক্রম হবে না এই আশাই রাখছেন দুজন । রোম্যান্টিক পর্যায়ে এই গীতিকার আগেও লিখেছেন । এর মাঝে “মেঘলা মন” এবং “হারিয়েছি মন” বিশেষভাবে উল্লেখযোগ্য ।

গান তৈরি করার ব্যাপারে গীতিকার বলেন “আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে””বাংলা গান মনে প্রানে ভালবাসি বলেই শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করে যাচ্ছি” । অসংখ্য গানের মিছিলে ভাল গান শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া সহজ নয় । তবে শ্রোতাদের সহযোগিতা এবং ভালবাসা পেলে “আমাদের সব প্রচেষ্টা কিছুটা সহজতর হবে” এই বিশ্বাসেই কাজ করে চলেছেন গীতিকার ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১