DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়া যাবে: হাইকোর্ট

DoinikAstha
মে ২২, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়া যাবে: হাইকোর্ট

অনলাইন ডেস্কঃশারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা এখন থেকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে শনিবার এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

এতে বলা হয়েছে, শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালগুলোতে আত্মসমর্পণ করতে পারবেন।

এ বিষয়ে উক্ত বিচারকরা এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যপদ্ধতি নির্ধারণ করবেন।

আরো পড়ুন :  কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালগুলোতে আত্মসমর্পণ আবেদন দাখিল, শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে বা আদালত ভবনে কোন ধরনের জনসমাগম না ঘটে।

এছাড়া আত্মসমর্পণ দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি ও তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য আইনজীবী এজলাস কক্ষে অবস্থান করবেন না। ম্যাজিস্ট্রেট বা বিচারক একটি আত্মসমর্পণ দরখাস্ত শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবী এজলাস কক্ষ ত্যাগের পর পরবর্তী আত্মসমর্পণের দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে এনসিপি’র নেত্রী ও নেতার পাল্টাপাল্টি জিডি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]