আদিবাসী স্বীকৃতির দাবি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১০৭৬ বার পড়া হয়েছে
আদিবাসী স্বীকৃতির দাবি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আদিবাসী স্বীকৃতি দাবি এবং ‘’ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’’ সংশোধন করে ‘’জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে খাগড়াছড়িতে
মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো।
আজ সোমবার (৩০ জুন) সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবীর, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং খাগড়াছড়ি সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী। তাই এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিরতা তৈরি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। তাই এই প্রস্তাবিত আইন দ্রুত বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নীতি প্রণয়নের আহ্বান জানান, অন্যথায় আন্দোলনের মাধ্যমে বাতিল করা হবে বলে সর্তক করেন।










