DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

DoinikAstha
জুলাই ২০, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

শেখ আবদুল্লাহ, আনোয়ারা প্রতিনিধি: একদিন পরেই কোরবানির ঈদ। সাধ ও সাধ্যের মধ্যে মিল রেখে ক্রেতারা বলছেন একটি মূল্য। অন্যদিকে একটু লাভের আশায় বিক্রেতারা হাঁকছেন নানা ধরনের দাম। সবমিলিয়ে আনোয়ারা উপজেলার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের দর-কষাকষিতে জমে উঠেছে কোরবানির হাট।

মঙ্গলবার (২০ জুলাই) উপজেলার বিভিন্ন পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটগুলোতে উঠেছে প্রচুর পরিমাণে গরু ও মহিষ। হাটে একটি গরু কিনতে ৮-১০ জনের একটি করে দল আসছে বাজারে। শুধু স্থানীয়রাই নয়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও কিছু ব্যাপারী এসেছেন গরু কিনতে। নিয়ে যাবেন ট্রাকভর্তি করে। তাই সকালেই হাট ঘুরে ঘুরে খুঁজছেন পছন্দের পশু ও জিজ্ঞেস করছেন দাম। ২২-২৫ হাজার টাকা মণ দরে কোরবানির পশু কেনার চেষ্টা করছেন ক্রেতারা।

তবে কেউ কেউ পছন্দের ওপর ভিত্তি করে একটু বেশি দাম হলেও কিনছেন কোরবানির পশু। তবে অধিকাংশেরই ধারণা, ঈদের আগের দিনে অর্থাৎ শেষদিনে কমে আসবে পশুর দাম। এদিকে উপজেলার সবচেয়ে বড় পশুর হাট চাতরী চৌমুহনী বাজার গরুর বাজারে হঠাৎ ক্রেতার ভাটা পড়েছে । এই বাজারে শেষ দিনে প্রচুর পরিমানে গরু ,মহিষ , ছাগল আসলেও ক্রেতা ছিলোনা আশা অনুরূপ।

এতে লোকসান গুনতে হবে বলে জানাচ্ছেন বাজার ইজারাদাররা। অপরদিকে ক্রেতাদের ভাষ্য, হাটে অনেক ছোট গরুও ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা। ৯০ লাখের নিচে পশু বিক্রি করতে নারাজ। তবে দর-কষাকষি ও বিকেলের শেষদিকে এসে কমছে দাম। পার্শ্ব এরপরও দাম তুলনামূলক বেশি। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বরাবরের মতো এবারও বেশি।

৭০-৮৫ হাজার টাকার মধ্যেই বেশি গরু কেনাবেচা হয়েছে। অন্যদিকে বিক্রেতা ও খামারিরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, এবার হাটে পশুর দাম খুব কম। তার উপর ক্রেতাও কম । কোরবানির হাটে চাহিদা বেশি রয়েছে ষাঁড়ের। বলদ গরু কেনাবেচা তুলনামূলক কম হচ্ছে। এছাড়া মহিষের চাহিদাও নেই। বাঁশখালী পশু ব্যবসায়ী আব্দুল রশিদ হাটে নিয়ে এসেছেন পঁচিশটি গরু। তিনি বলেন, সেই সকালে গরু নিয়ে এসেছেন।

মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছেন। মানুষ দাম জিজ্ঞেস করতে করতে মাথা খারাপ করে ফেলেছে, কিন্তু নেয়ার বেলায় নেই। সামান্য লাভ হলেও বাকি বাকি গরু গুলো বিক্রি করে দেব, নাহলে অন্য হাটে তুলবো।’ করোনা পরিস্থিতিতে কোরবানি হাঁটের ব্যবস্থাপনা পশু বাজারের ইজারাদার আবুল মুনছুর বলেন, করোনা সব কিছু শেষ করে দিয়েছে ।

এই বছর হাটে পযাপ্ত পরিমাণ গরু আসলেও করোনা সংক্রমণের ঝুঁকির কারণে ক্রেতা আসেনি । পশুর বাজার নিয়ে আমাদের লোকসান গুনতে হবে ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০