অনলাইন ডেস্ক:২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এ ছাড়া দুটি রৌপ্য, পাঁচটি তাম্র ও ছয়টি কারিগরি পদকও জিতে নিয়েছে ১৯ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। ক্রিয়েটিভ বিভাগে জুনিয়র গ্রুপে ‘রোবো স্পার্কার্স’ দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং রোবট ইন মুভি বিভাগে চ্যালেঞ্জ গ্রুপের ‘রোবোটাইগার্স’ দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব স্বর্ণপদক পান।
রোবট ইন মুভি বিভাগে জুনিয়র গ্রুপের ‘রোবো ড্রিমার্স’ দলের মাহির তাজওয়ার চৌধুরী ও শাদীদুর রহমান শ্রেয়াশ এবং ক্রিয়েটিভ বিভাগে চ্যালেঞ্জ গ্রুপের ‘রোবোটাইগার্স’ দলের কাজী মোস্তাহিদ লাবিব ও নাশীতাত যাইনাহ রহমান পান রৌপ্যপদক।উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এ বছর অনলাইনে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এই অলিম্পিয়াড পরিচালিত হয়।
২০২০ সালের ১২ ও ১৩ ডিসেম্বর রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ দল। এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল ‘রোবট : দ্য ফিউচার ট্রান্সপোর্টেশন’। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ বিভাগে জুনিয়র গ্রুপে বাংলাদেশ পর পর তিন বছর স্বর্ণপদক জিতেছে। অন্যদিকে চ্যালেঞ্জ গ্রুপে প্রথমবারের মতো এবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।