DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ, বরখাস্ত ৩৫০ অধ্যক্ষ

Ellias Hossain
জুলাই ১১, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ, বরখাস্ত ৩৫০ অধ্যক্ষ। তিউনিসিয়ায় আন্দোলন করায় বেতন খোয়ালেন ১৭ হাজার শিক্ষক।

আন্তর্জাতিক ডেস্কঃ

আফ্রিকার দেশ তিউনিসিয়ার শিক্ষকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এর ফলে ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে ৩শ ৫০ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করেছেন।রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আন্দোলনের জেরে বেতন স্থগিত করার এ সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হবে তিউনিসিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষক। তিউনিসিয়ার নাগরিকেরা আগে থেকেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। বেতন বন্ধের বিষয়ে সরকারের এ সিদ্ধান্ত শক্তিশালী ইউজিটিটি ইউনিয়নের সঙ্গে বিরোধ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় নিজেদের প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষকেরা স্কুলে শিক্ষার্থীদের গ্রেড দিতে অস্বীকার করেছেন।

তিউনিসীয় শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বোগদিরি বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের গ্রেড না দেওয়া কার্যত একটি বিপর্যয়ের ঘটনা। এটি শিশু শিক্ষার্থীদের বিরুদ্ধে একধরনের অপরাধ। দেশের সরকারি অর্থে শিক্ষকদের দাবি পূরণ করার সুযোগ নেই।

শিক্ষক ইউনিয়নের কর্মকর্তা ইকবেল আজ্জাবি বলেন, বেতন বন্ধের এ সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে তিউনিসিয়ার ‘শিক্ষকদের অনাহারে রাখার মতো। এতে প্রত্যাশিত প্রতিবাদ ও আন্দোলনের কারণে স্কুলের পরবর্তী কার্যক্রম চালানো বেশ কঠিন হবে। এর প্রতিবাদে ইতিমধ্যেই শত শত স্কুলের অধ্যক্ষ তাঁদের পদত্যাগপত্র জমা দিতে শুরু করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০