আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি নে বিমান বিধ্বস্ত হয়ে আফগান নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। মেইডান ওয়ারডাক প্রদেশে বুধবার এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ক্রু সদস্য ও বিশেষ বাহিনীর জওয়ানরাও আছেন। একটি সূত্র জানায়, উড্ডয়নের সময় একটি রকেট এসে নে বিমানে আঘাত হেনেছে।
এর আগে রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের একটি গাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচ নারী ও একটি শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
দেশটির টেলিকম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত, এ দুর্ঘটনায় পাঁচ নারী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বাসটিতে নারীর যেখানে বসেছিলেন, সেখানে একটি বোমা রাখা হয়েছিলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।