আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
শুক্রবার সন্ধ্যায় একটি পুলিশ স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক ভর্তি ভ্যান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন হেরাত প্রদেশের গভর্নর। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে। বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ হামলার জন্য তালেবানকে দায়ী করছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।