বিশেষ প্রতিবেদন: দেশ বিদেশে বাংলার সংস্কৃতি নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। যতোবার অপশক্তি হানা দিয়েছে ততোবারই সাংস্কৃতিক শুভবুদ্ধির আলো জ্বেলে প্রতিবাদী ভূমিকা পালন করেছে এই সংগঠন। বলা বাহুল্য, পৃথিবীর বহু দেশে এই সংগঠনের শাখা রয়েছে। বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরাই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।
পাশাপাশি গতবারের মতো এবারও ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে Youth Entrepreneurial Festival ! Embrace the power of youth হচ্ছে এবারের স্লোগান।
সংস্কৃতির সাথে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
স্টল বুকিং চলছে এখন। তরুণ উদ্যোক্তারা চাইলেই স্টল বুকিং দিতে পারবেন। আগামী এপ্রিল মাসের ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবটি হবে ঢাকার গুলশানে অবস্থিত শ্যুটিং ক্লাবে।