আমি হব সব আমেরিকানের প্রেসিডেন্ট।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। এক টুইটে ৭৭ বছর বয়সী এ রাজনীতিক বলেন, ‘আমার সামনে যে কাজ পড়ে আছে তা সহজ নয়। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি সবার জন্য আমি সমানভাবে কাজ করব।’
পৃথক এক বিবৃতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘নির্বাচনী প্রচার শেষ। এখন রাগ-ক্ষোভ একপাশে ঠেলে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকান জনগণের আস্থা-বিশ্বাস আমাকে সম্মানিত করেছে। এখন আমেরিকার ঐক্যবদ্ধ হওয়ার সময়, ক্ষত সারিয়ে তোলার সময়।’
উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁর রানিংমেট কমলা হ্যারিসও। ফল ঘোষণার পর বাইডেনকে ফোন করে কমলা বলেন, ‘আমরা পেরেছি। আমরা সফল হয়েছি। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হতে চলেছ।’ এমন একটি ভিডিও টুইটার ভাইরাল হয়েছে। আরেক টুইটে ৫৭ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সিনেটর বলেন, ‘আমাদের সামনে বহু কাজ পড়ে আছে। আসুন শুরু করি।’
বাইডেন অবশ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই কাজে নেমে পড়েছেন। আভাস পাওয়ার পর থেকেই তিনি এবং কমলা উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু করেন। স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে তাঁদের প্রথম পদক্ষেপ কী হবে তা এরই মধ্যে ছক কষে ফেলা হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে আবার প্রবেশের। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতেও ফিরছেন তিনি। সূত্র : এএফপি।
ট্রাম্প পরাজয় স্বীকার করবেন না
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়
ইটিআইএম’কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র
জো বাইডেনকে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’
প্রেসিডেন্ট পদের আরও কাছে পৌঁছলেন জো বাইডেন
ট্রাম্পের আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
পেনসিলভানিয়ায় বাইডেনকে চূড়ান্ত বিজয় হাতছানি,যে কারণে হারছেন ট্রাম্প
জর্জিয়ায় নির্বাচনের আংশিক ভোট পুনঃগণনার ঘোষণা
বাইডেনের এগিয়ে থাকার খুশিতে গৌরনদীতে ভূরিভোজ
ভুয়া ভোটার নিয়ন্ত্রণে প্রয়োজনে বাংলাদেশ সীমান্ত সিল করে ভোট: অমিত শাহ
Usa election এ ঈমান জোদেহ ফিলিস্তিনি নারীর জয়
জর্জিয়ায় নির্বাচনের আংশিক ভোট পুনঃগণনার ঘোষণা
বাইডেনের এগিয়ে থাকার খুশিতে গৌরনদীতে ভূরিভোজ
বিজয়ের খুব কাছে বাইডেন, জোরদার হলো নিরাপত্তা
বাইডেনের সম্ভাব্য জয় ভুয়া দাবি ট্রাম্পের
ধৈর্য ধরতে বললেন বাইডেন,কারচুপির অভিযোগ ট্রাম্পের
ট্রাম্পকে ছাড়িয়ে জর্জিয়ায় এগিয়ে গেলেন বাইডেন
ট্রাম্পের মিথ্যা ভাষণ, সম্প্রচার বন্ধ আমেরিকার চ্যানেলের