DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে জিতল ম্যানসিটি

আস্থা নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। প্রথম দিনেই মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। যেখানে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গোলে দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরু করেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ম্যানসিটি প্রথমার্ধে মোট শট নেন ২২টি। পুরো সিটিকে ডিফেন্ড করা বেলগ্রেডরা ৪৫তম মিনিটে প্রথম আক্রমণের সুযোগ পায়। সেই একমাত্র আক্রমণ থেকেই গোল করেন স্ট্রাইকার ওসমান বুখারি। এগিয়ে থেকে বিরতিতে যায় রেডস্টাররা।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে অবশ্য আর সিটিজেনদের কাছে পাত্তা পায়নি সার্বিয়ান দলটি। শক্তিশালী রূপ নিয়েই আসে গার্দিওলার শিষ্যরা। ফলে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিজেনদের। ৪৭ মিনিটে আলভারেজের গোলে সমতায় ফেরে সিটি। এরপর অবশ্য সময় যত গড়াচ্ছিল, ততই ড্র করার দিকে যাচ্ছিল ম্যাচের ফলাফল।

বারবার চেষ্টা করেও জালের দেখা পাচ্ছিলেন না আরলিং হলান্ডরা। ৬০ মিনিটে সেই অচলায়তন ভাঙেন আলভারেজ। ফ্রি কিক থেকে দারুণ এক গোলে সিটিজেনদের লিড এনে দেন তিনি। ৭৩ মিনিটে ইতিহাদের দর্শকদের আরও একবার উদ্বেলিত করেন রদ্রি। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানসিটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪