DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আস্থা ভঙ্গের অভিযোগে Google এর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

News Editor
অক্টোবর ২১, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আস্থা ভঙ্গের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন Google এর বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এই মামলা করা হয়। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান Google এর বিরুদ্ধে অভিযোগ করেছে। এতে বলা হয়েছে, Google তার খাতের বাজার ব্যবস্থায় সমান প্রতিযোগিতা নষ্ট করছে। নিজের প্রধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। অনুসন্ধান ও অনলাইনে বিজ্ঞাপনে এক ধরনের একচেটিয়া প্রভাব ধরে রেখেছে Google । 

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গেল কয়েক বছরের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান Google এর মতো এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন মামলা করেনি মার্কিন সরকার। তবে, মামলার করার আগে গুগলের বিরুদ্ধে এক বছর তদন্ত চালিয়েছে মার্কিন বিচার বিভাগ। 

ফেসবুক একাউন্ট হ্যাক হলে কী করবেন?

এদিকে, এই মামলাকে ভূল অ্যাখ্যা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি বলছে, ইন্টারনেটভিত্তিক বাজারে প্রতিযোগিতা রয়েছে। সেই ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে Google । বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মানুষ নিজেদের পছন্দে Google ব্যবহার করে। কেবল বাধ্য হয়ে বা বিকল্প নেই বলে নয়। 

বিশ্লেষকদের ধারণা, এই মামলার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠান Google এর অনলাইন বিজ্ঞাপনের বাজারে ঝুঁকিতে পড়তে পারে। 

আরও পড়ুন

গত বছর বাংলাদেশ থেকে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি Google সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির ইসমাঈল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসমাঈল গত বছরের আগস্ট মাসের ১৯ তারিখে Google এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার জন্মস্থান সিলেট সদরে।

বিভাগীয় প্রধান মো. জহিরুল ইসলাম বলেন, এটা নিঃসন্দেহ আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য আনন্দের। আমাদের বিভাগ থেকে এরকম কমপক্ষে ১০/১২ জন শিক্ষার্থী গুগল, ফেসবুক, আমাজনে কর্মরত আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪