DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ২২ জনের মৃত্যু

News Editor
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানায়, বিমানটিতে সব মিলিয়ে ২৮ আরোহী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার কাজ অব্যাহত। এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলাচ্ছে উদ্ধারকর্মীরা।

সর্বশেষ তথ্য অনুসারে, দুর্ঘটনায় যে ২২ জন নিহতের কথা বলা হচ্ছে তার মধ্যে আগুনে পুড়ে যাওয়া ২০ জন মৃত ব্যক্তিসহ দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করেন।

ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দুর্ঘটনায় মৃত্যুদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে । একইসাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে জানানো হয়েছে।

আরও পড়ুনঃনোবেল পুরস্কারের মনোনয়ন পেলেন পুতিন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]