ইজিপিপি প্রকল্পে বাস্তবায়নে বদলে যাচ্ছে রুদ্রকর ইউনিয়ন
এস,এম,স্বাধীন/শরীয়তপুরঃ
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে এবার সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রচলিত অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন হয়েছে। শ্রমিকের পারিশ্রমিক নতুন পদ্ধতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় পরিশোধের ব্যবস্থা করায় প্রকল্পের সঠিক ব্যবহার নিশ্চিত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো বিশেষ করে কাঁচা রাস্তা সংস্কারসহ জনগুরুত্বপূর্ণ কিছু কাজ হওয়ায় অনেকটাই বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র।
স্থানীয়রা জানিয়েছেন, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালীর সার্বিক নির্দেশনা ও সুদৃষ্টিতে ইউনিয়নেই অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) শতভাগ বাস্তবায়নের মধ্যদিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। খোঁজ নিয়ে দেখা গেছে যেখানে গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, সেখানে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের মাধ্যমে সড়কগুলো চলাচলের উপযুক্ত করা হচ্ছে। সড়কের পাশের জঙ্গল পরিস্কার করে রাস্তা প্রশস্ত করা হচ্ছে। এতে প্রান্তিক জনগোষ্ঠির জীবন মানে পরিবর্তন ঘটছে।
উপকারভোগী শ্রমিকরা জানান, ১ম পর্যায়ে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ৪০দিনের মুজরী টাকা নগদ’র মাধ্যমে তারা সঠিকভাবে পান।
রুদ্রকর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালি বলেন, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) অনিয়নের সুযোগ নেই। বর্তমান সরকার অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। এর মাধ্যমে মানুষ অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ হবার সুবিধাও ভোগ করছেন। প্রান্তিক পর্যায়ের মানুষ ডিজিটাল পদ্ধতিতে নগদ’র মাধ্যমে হাতে হাতে টাকা পাচ্ছেন। তিনি জানান, তার ইউনিয়নে এবার তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ হয়েছে। তিনি সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।