ইসরাইলি সেনার গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছে। তাদের মধ্যে একজন কিশোর বলে জানা গেছে। হামলায় সাংবাদিকসহ আহত হয়েছেন আরো ৪৫ জন ফিলিস্তিনি।
সোমবার এই হামলায় আহত সংবাদ প্রচারের সময় আল-গাদ টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন হাজেম নাসের আহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে বড় ধরনের হামলা চালাতে গেলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা তাদেরকে প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী হাজেম নাসেরকে ঘিরে রাখে। সে সময় তিনি একটি অ্যাম্বুলেন্সের পিছনে ছিলেন। কিন্তু এক পর্যায়ে ইসরায়েলি স্নাইপাররা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। (সূত্র-আলজাজিরা ও পারসটুডে।)