ইয়েমেনের ৬২ বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির সশস্ত্র হাউথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের সেনাবাহিনী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জানায়, পশ্চিমাঞ্চলের আল-হুদায়দায় গেল নয় মাসে তাদের বিভিন্ন হামলায় নারী ও শিশুসহ সাধারণ মানুষ প্রাণ হারান।
এ সময় আহত হন ১৪৩ জনের বেশি মানুষ। আল-হুদায়দাহ নিয়ন্ত্রণ করছে হাউথি গোষ্ঠী।
আরও পড়ুন: লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যুর
২০১৫ সাল থেকে হাউথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলে আসছে সৌদি নেতৃত্বাধীন জোটের। দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদিতে আশ্রয়ে আছেন। এরপর থেকেই ক্ষমতার লড়াই যুদ্ধ চলছে ইয়েমেনে। তাকে ক্ষমতায় বসাতে দীর্ঘদিন ধরে হাউথিদের সঙ্গে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
দীর্ঘ পাঁচ বছরের সংঘাতে বহু মানুষের রক্ত ঝড়েছে। সংঘাতের কারণে স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেন।
আরও পড়ুন: নেটওয়ার্ক নেই, গাছে উঠেই করছে অনলাইন ক্লাস
জাতিসংঘের মধ্যস্থতায়, হাউথি এবং হাদি সমর্থিত প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফায় বৈঠকের পরও কোন সুরাহা হয়নি। হাউথিদের সমর্থন দিয়ে আসছে ইরান।