উত্তরাখণ্ডে গভীর খাদে গাড়ি-১০
আন্তর্জাকিত ডেস্কঃ
উত্তরাখণ্ডে ৬শ মিটার গভীর গাড়ি পড়ে চালকসহ গাড়িতে থাকা দশজন যাত্রী মারা গেছে। আজ বৃহস্পতিবার (২২জুন) সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারি অঞ্চলের নিকটবর্তী গ্রাম হোকাড়ায় এদূর্ঘটনা ঘটে। সূত্র-আজকাল।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা গাড়িটির কাছে গিয়ে গাড়ির ভিতর থেকে দশ জনের দেহ উদ্ধার করে। মনে করা হচ্ছে, মৃতরা একই পরিবারের সদস্য।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
নিহতরা হলো, নিশা সিং (২৪), উমেদ সিং (২৮), কিষেণ সিং (৬৫), ধর্মা সিং (৬৯), কুন্দন সিং (৫৮), শঙ্কর সিং (৪০), সুন্দর সিং (৩৭), কুশল সিং (৬৪), দান সিং ও গাড়ির চালক মহেশ সিং (৪০)।
মৃতদের মধ্যে সাত জনের বাড়ি সামা গ্রামে। তিন জনের বাড়ি ভানার গ্রামে। জানা গেছে বাগেশ্বর জেলা থেকে হোকাড়ার কোকিলা দেবী মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ-প্রশাসন। তদন্ত চলছে।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, আগের রাতে ভারী বর্ষণ হওয়ায় রাস্তার পরিস্থিতি খুব খারাপ। সে কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তাঁদের। (সূত্র-ভারতীয় সংবাদ আজকাল)।