DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

উত্তর প্রদেশে তীব্র তাপদহে ৩৪ জনের মৃত্যু

Astha Desk
জুন ১৭, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

উত্তর প্রদেশে তীব্র তাপদহে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের উত্তর প্রদেশে তীব্র তাপদহে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৪ জন ব্যক্তিই উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা ৬০ বছরের বেশি বয়সী বাসিন্দাদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন। উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ৩শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

বালিয়ার প্রধান হাসপাতালের মেডিক্যাল অফিসার দিবাকর সিং বলেন, বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং ডায়রিয়ার কারণে হয়েছে। গুরুতর অবস্থায় লোকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, সরকার রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি জনগণকে সরকারকে সহযোগিতা করার এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার করার আহ্বান জানান।

বালিয়াসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ চলছে। ইন্ডিয়া মেটিওরোলোজিক্যাল ডাটা অনুসারে, শুক্রবার বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সাধারণ তাপমাত্রার চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। (সূত্র-আজ শনিবার (১৭ জুন) সংবাদমাধ্যম আল জাজিরা)।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০