DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

DoinikAstha
মে ২০, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

আবুল কালাম আজাদ, রাজবাড়ী:

 

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ এর সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ হাসান ওদুদের পক্ষে নিযুক্ত আইনজীবী এডভোকেট মনজিল মোরশেদ।

তিনি বলেন, গত ৫ই মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত হয় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। সেই আদেশ কে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এ রিট পিটিশন দায়ের করলে গত ১৯শ মে শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচার পতি সরদার মোঃ জাহাঙ্গীরের আদালত উপজেলা পরিষদের চেয়ারম্যানর বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করে।

বুধবার (১৯মে) যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ এ পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত দেখা যায়।
তবে সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পাংশা উপজেলার একাধিক বার নির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়।
সেইসাথে অনেকই লিখেছে সত্যের জয় হবেই এক দিন সেটা আবারও প্রমাণিত। অনেক রাজনৈতিক কুচক্র মহলের প্রতি খোব প্রকাশ করে। আবার অনেকে লিখেছে যারা জননন্দিত চেয়ারম্যান কে অর্থের বিনিময়ে হয়রানি করছে তাদেরকে সাধারণ জনগণ আবারও বয়কট করেছে।

এর আগে গত বুধবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত স্বারক নং-৪৬.০৪৫.০২৭.০৮.১৫০.১৫০.২০১৮-২৭৪ প্রজ্ঞাপন জারি করে।

 

প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এর বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান তার আপন ভাই ও ফুফাতো ভাইযের নামে বরাদ্ধ দেওয়া,রাজম্ব তহবীল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরীব/মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজেস্ব লোকের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থ আত্বসাথ করা, বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়ন নীতিমালা (সংশোধিত) ২০১৩ অনুসরণ না করে বয়স্কভাতা প্রদান এবং নিয়ম বহিঃর্ভত ভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্দ দেওয়া সর্ম্পকে আনীত অভিযোগ গুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমানিত হয়েছে।
এবং যেহেতু তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে জবাব প্রদানের জন্য বলা হলে তিনি জবাব দেননি এবং পরবর্তীতে ব্যাক্তিগত শুনানী প্রদানের জন্য বলা হলে তিনি শুনানীতেও অংশ গ্রহণ করেননি।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪