এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান
- আপডেট সময় : ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১০১৭ বার পড়া হয়েছে
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের শুধু ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী পাস করতে সক্ষম হয়েছে। গত বছর যেখানে ১৩৮৮টি প্রতিষ্ঠান এমন সাফল্য দেখায়, এবার সেই সংখ্যা প্রায় ১০৪৩টি কমেছে।
২০২৪ সালে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১৩৮৮টি, কিন্তু এবার মাত্র ৩৪৫টি।
বিপরীতে, ২০২টি প্রতিষ্ঠান একমাত্র বছরের এই পরীক্ষায় সবাই ফেল করেছে।
গড় পাসের হার সর্বমিলিয়ে ৫৮.৮৩ % হয়েছে।
পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী — ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
এই তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা এত বেড়ে কমে যাওয়া শুধু একটি পরিসংখ্যানই নয় — এটি শিক্ষাগত গুণমান, প্রস্তুতির মাত্রা, শিক্ষার্থীর প্রস্তুতি ও শিক্ষকের সক্ষমতার চ্যালেঞ্জকেও তুলে ধরে। এমন অবস্থা কেবলমাত্র ফল প্রকাশের দিনকে কেন্দ্র করেই নয়; বরং শিক্ষাব্যবস্থার মৌলিক কাঠামো ও শিক্ষাদানের পন্থা বিশ্লেষণ করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে।
কি কারণে এত বড় পরিসরে শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে?
২০২টি প্রতিষ্ঠান সবাই ফেল করেছে — এর কারণ কি অনুপযুক্ত প্রস্তুতি, শিক্ষক সংকট, নাকি অন্য কোনো অভ্যন্তরীণ সমস্যা?
গুণগত শিক্ষার মান বাড়াতে কী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
ভবিষ্যতে এমন উত্থান-পতন রোধ করার জন্য শিক্ষাবোর্ড ও প্রতিষ্ঠানগুলোকে কি পরিকল্পনা রাখতে হবে?
এমএইচ/আস্থা