DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এবছর নওগাঁয় ৭৪৫ টি মণ্ডপে উদযাপন হবে দূর্গা পূজা

News Editor
অক্টোবর ৫, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল জুয়েল, নওগাঁ প্রতিনিধিঃ বিশ্ব মহামারী করেনা ভাইরাসের সময়ে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই নওগাঁয় পালিত হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। জেলায় এ বছর ৭৪৫ টি মণ্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে।

সোমবার ৫ অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় নওগাঁর জেলা প্রশাসক জানান, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ জনসাধারণের চলচলের উপর কিছু নির্দেশনা দিয়েছেন। এ স্বাস্থ্য বিধি মেনেই এবার পালিত হবে দূর্গোৎসব।

এছাড়াও, প্রতিটি পূজা মণ্ডপের প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা করা, পূজায় দর্শনার্থীদের ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। মুখে মাস্ক পরা সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ’

আরও পড়ুনঃ ফের বন্যায় নওগাঁর ১০ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী

জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি নিরর্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, পৌর শাখার সভাপতি পিযুষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক পুলোক কুমার সরকারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলায় মোট ৭৪৫ টি মণ্ডপের মধ্যে-নওগাঁ সদরে- ১১২ টি, মান্দা- ১০৪টি, বদলগাছী- ৯১, আত্রাই- ৪৬, নিয়ামতপুর- ৫৭টি, পোরশা- ১৮ টি, সাপাহারে- ১৮ টি ধামইরহাট – ২৭ টি, রাণীনগরে- ৪৮ টি, মহাদেবপুর- ১৪৮ টি এবং পতœীতলায় – ৭৬ টি পূজা মণ্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬