DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এবার ইবোলা ভাইরাসে গিনিতে তিনজনের মৃত্যু

DoinikAstha
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারির মধ্যে গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। জানা গেছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়েছে আরো চারজন।

এরই মধ্যে ইবোলা মহামারি ঘোষণা করেছে গিনি সরকার। গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লাইবেরিয়া সীমান্তবর্তী এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর সাতজন মানুষ অসুস্থ হয়ে যায়। ওই সাত জনেরই ডাইরিয়া, বমি ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা কেন্দ্রে তাদের আলাদা করে রাখা হয়েছে।

গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে ইবোলা মহামারি ঘোষণা করা হয়েছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেন, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইবোলা মহামারির পর মৃত্যুর ঘটনায় কর্মকর্তারা ‘সত্যিই উদ্বিগ্ন’।

গিনির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইবোলার টিকা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং আন্তর্জাতিক অন্যান্য স্বাস্থ্য সংস্থার সঙ্গে  যোগাযোগ করা হবে।

এদিকে ডাব্লিউএইচও’র আফ্রিকা অঞ্চলের প্রধান মাতশিদিসো মোয়েতি বলেছেন, নতুন করে গিনিতে ইবোলার প্রাদুর্ভাব ‘ভীষণ উদ্বিগ্ন’ হওয়ার ঘটনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০