DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এবার চিনি রফতানি বন্ধ করতে যাচ্ছে ভারত

Abdullah
আগস্ট ২৪, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এবার চিনি রফতানি বন্ধ করতে যাচ্ছে ভারত

 

আন্তর্জাতিক ডেস্কঃ

এবার চিনি রফতানি বন্ধ করতে যাচ্ছে ভারত। কারণ হিসাবে অপর্যাপ্ত বৃষ্টিতে আখের উৎপাদন কম হওয়ায় নিজেদের বাজার সামলাতে সাত বছর পর এবার চিনি রফতানি বন্ধ করতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবরে এটি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

বুধবার (২৩ আগস্ট) তিনটি সরকারি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুম থেকে চিনি উৎপাদনকারী কারখানাগুলোকে রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রফতানিকারক দেশ ভারত। দেশটি চিনি রফতানি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে সংকট তৈরি হবে। এতে ঊর্ধ্বমুখী হবে চিনির বাজার।

ভারতের বাজারে খুচরায় চিনির দাম গত সপ্তাহে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দাম সহনীয় রাখতে সরকার আগস্টে চিনি উৎপাদনকারী কারখানাগুলোকে অতিরিক্ত ২ লাখ টন বিক্রির অনুমতি দিয়েছে।

এল নিনোর প্রভাবে বৃষ্টির অভাবে দেশটির আখ উৎপাদনকারী অঞ্চলগুলোতে এবার ফলন অনেক হয়েছে। নতুন ২০২৩-২৪ মৌসুমে ৩ দশমিক ৩ শতাংশ কমে চিনি উৎপাদনের পরিমাণ ৩ কোটি ১৭ লাখ টন হওয়ার আভাস দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১