DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এমপি নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন করেছি: মুজিবুল হক এমপি

Habibur Rahman Monna
ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না।। 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোজাফফর হোসেন পল্টু বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃড় নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।এ ষড়যন্ত্র চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই।যারা নির্বাচন বর্জন কিংবা বানচালের কথা বলেন তাদের আন্দোলন আস্তাকুড়ে চলে গেছে। এ নির্বাচন কে ৭১ এর মত চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বের হয়ে ৭০ সালে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে ছিলেন। তখনো এদেশের ডান বামেরা বিরোধীতাক রেছিলো। তিনি আরো বলেন,চৌদ্দগ্রামের আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক তৃণমূলের একজন জনপ্রিয় নেতা। সে দীর্ঘ ১৫ বছর চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়ন করেছেন।কি কাজ বাকি আছে তিনিতা অবগত আছেন। তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত রুখতে নতুন প্রজন্মের এবং সকলকে ঈদের উৎসবের মতো ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর)  বিকেলে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হকের নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, ত্যাগি, আদর্শবাদী নেতা কর্মীরা কখনো দলের সাথে বেঈমানি করতে পারে না। যারা সুবিধাবাদী স্বার্থবাদী তারা দলের সাথে বেঈমানি করে ড. কামাল সহ বড় বড় নেতারা যারা দলের সাথে বেঈমানি করে তারা কখনো সফল হতে পারেনি। চৌদ্দগ্রামের দুই এক জন সুবিধাবাদী তারা দলের সাথে বেঈমানি করেছে তাদের আপনারা প্রত্যাখান করবেন। আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতায় চৌদ্দগ্রাম সারা দেশের মধ্যে এখন উন্নয়নের রোল মডেল।আমার জন্য আগামী ৭ তারিখ একদিন কষ্ট করবেন তার বিনিময়ে আমি আগামী ৫ বছর আপনাদের খেদমতে আত্মত্যাগ করাবো।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সি আই পি কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান, আক্তার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর হোসেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ ও ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান আবু তাহের ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, মোস্তফা কামাল,মাহফুজ আলম,জেলা আওয়ামী লীগ নেত্রী ডাঃ নিসাত খান, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম পাটোয়ারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃমোস্তফা ভূঁইয়া, চিওড়া ইউপির সাবেক চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি এয়াকুব হোসেন মজুমদার সেজু, বেলায়েত হোসেন মজুমদার অপু,

আরো পড়ুন :  দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলে'র মৃত্যু

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা জুনায়েদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব খোন্দকার লিটন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, আবদুল কুদ্দুস তুহিন, মাহাবুবুল হক মেম্বার, মহসিন স্বপন,রিপন, রাসেল হায়দার, আবু তাহের হানিফ মেম্বার,উপজেলা যুবলীগ নেতা নাসির রায়হান, সুমন রেজা, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জহির রায়হান খান, ইউনিয়ন শ্রমীক লীগ নেতা সিরাজুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী শিপন, পারভেজ তারেক, তুষার, আবদু রউফ রবিন প্রমুখ।

 বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে নৌকার পক্ষে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশে অংশ গ্রহণ করেন। বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে সমাবেশটি বিশালজনসভায় রূপ লাভ করে।

দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১