এমা ঘরে এলো নতুন অতিথি
- আপডেট সময় : ০১:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১০৫৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
মা হয়েছেন হলিউডের জনপ্রিয় হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। যদিও অভিনেত্রীর ঘরে আসা নতুন অতিথি ছেলে না মেয়ে, সেটি এখন পর্যন্ত প্রকাশ করেননি তিনি।
জানা যায়, গত ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এমা। তবে এখনও আনু্ষ্ঠানিকভাবে মা হওয়ার খবর জানাননি অভিনেত্রী।
এর আগে, জানুয়ারি মাসে ইউএস উইকলিকে একান্ত সাক্ষাৎকারে মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী। সেই সপ্তাহেই পাপারাতজিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্প।
প্রসঙ্গত, ২০১৬ সালে এমা এবং তার স্বামী ডেভের প্রথম আলাপ। স্টাডার ডে নাইট লাইভ হোস্ট করছিলেন এমা, এবং শো-য়ের লেখক ছিল ডেভ ম্যাককারি। দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ। ২০১৯-এর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি। এর পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন তারা। আর বছর ঘুরতে না ঘুরতেই দুই থেকে তিন হলেন এই দম্পতি।