DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ৪ঠা এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ওগনারের অস্ত্র ফেরত দিতে হবে-রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

Astha Desk
জুন ২৭, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ওগনারের অস্ত্র ফেরত দিতে হবে-রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ওগনার বাহিনীকে তাদের সামরিক অস্ত্র ফেরত দিতে হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে পুতিন বলেছিলেন, ওগনার সদস্য যাদের বেশির ভাগই সত্যিকারের দেশপ্রেমিক, যাঁরা বিভ্রান্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তাঁরা নিয়মিত সামরিক বাহিনীতে যোগ দিতে পারেন অথবা তাঁরা চাইলে পরিবারের কাছে ফিরে যেতে বা বেলারুশে যেতে পারেন।সূত্র-বিবিসি ও এএফপি।

 

যাঁরা এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সব ফৌজদারি অপরাধের অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এমনকি যাঁরা ইতিমধ্যে সশস্ত্র বিদ্রোহের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন, তাঁদের ক্ষেত্রেও অভিযোগ তুলে নেওয়া হবে।

 

ওগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করে গত শনিবার তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এ অভিযাত্রা বন্ধ করেন। সমঝোতায় বলা হয়, প্রিগোশিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

 

বিদ্রোহ থেকে সরে আসার পর গতকাল প্রথমবারের মতো অডিও বার্তা দেন প্রিগোশিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তাঁর বাহিনী। সূত্র-বিবিসি ও এএফপি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০