ওয়াগনারের ভয়ে সীমান্তে সেনা পাঠালো পোল্যান্ড
আন্তর্জাতিক ডেস্কঃ
রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের ভয়ে সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড সীমান্তে সেনা মোতায়ান করছে।ওয়াগনারের সেনারা বেলারুশে আসছেন, এমন খবরে নড়েচড়ে বসেছে প্রতিবেশীরা। তাই সীমান্তে উত্তেজনা এড়াতে এবার সেনা বাড়িয়েছে পোল্যান্ড।
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার (৮ জুলাই) জানানো হয়, পূর্ব সীমান্তে ১ হাজার নতুন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া পাঠানো হচ্ছে ২০ ইউনিট সামরিক সরঞ্জাম।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজাক বলেন, সীমান্তে উত্তেজনা কমাতে এটা আমাদের একটি প্রস্তুতি।এর আগে গত রোববার পোল্যান্ড জানায়, সীমান্তে নিরাপত্তা বাড়াতে বাড়তি আরও ৫শ পুলিশ পাঠানো হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।