করোনার সেকেন্ড ওয়েভের যত টেউই আসুক, বাংলাদেশ তা মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয় পুরস্কার ২০১৯ বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী একথা বলেন।
করোনার যে চিকিৎসা ট্রাম্প পেয়েছে এ দেশের মানুষও তা পেয়েছে
এসময় মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়ে যতই নেতিবাচক কথা প্রচার করুক, তারপরও মৃত্যু হার থেকে স্বাস্থ্যসেবা সব দিক থেকে অন্য দেশের চেয়ে ভালো যা সম্ভব হয়েছে ডাক্তারদের কারণেই। করোনাতে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। জেলাগুলোতে কমিটির জন্যই সংক্রমণ রোধ করতে পেরেছি। দেশে কোভিট নিয়ন্ত্রণে অন্য যেকোনো দেশের চেয়ে ভালো আছে।’
দেশে দ্রুত সময়ে করোনা জন্য ল্যাব স্থাপন করেছে কিন্তু মানুষ পরীক্ষা করতে আসে না। এর জন্যই করোনা পরীক্ষা কম হয় বলে জানান তিনি। দেশে চিকিৎসার কোন সমস্যা নেই। সবাইকে করোনা পরীক্ষা করতে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী।
দেশে এখনো করোনা হাসপাতালের ৭০ শতাংশ বেড খালি রয়েছে। তাই করোনা নিয়ে ভয়ের কিছু নেই বলেও জানানো হয়। পরে অনুষ্ঠানে ২০১৯ সালে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখায় ডাক্তারের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।