DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনা সংক্রমণ বৃদ্ধি নাগপুরে নতুন করে লকডাউন জারি

DoinikAstha
মার্চ ১৩, ২০২১ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলের বৃহত্তম শহর নাগপুরে ১৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়েছে। একইসঙ্গে মহারাষ্ট্রের আরো কিছু এলাকা এই লকডাউনের আওতায় আসতে পারে বলে আলোচনা চলছে। এবছর করোনা সংক্রমণ বাড়ার পর ভারতে এই প্রথম কোন বড় শহরে লকডাউন ঘোষণা করা হলো।

এক সপ্তাহ ধরে এই লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ফেব্রুয়ারির শুরু থেকেই মহারাষ্ট্রে করোনা আক্রন্তদের সংখ্যা বাড়তে থাকায় এ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই ভারতের সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয় মহারাষ্ট্রে নাগপুরে। তাই এই শহরকে ‘কোভিড হটস্পট’ ধরে আরেক দফায় লকডাউনের আওতায় আনা হচ্ছে।

ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ। করোনা আক্রান্ত হয়ে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। জানুয়ারি থেকে এ পর্যন্ত টিকা নিয়েছে দুই কোটি মানুষ।

তবে স্থানীয় লোকজন মাস্ক না পড়ায় ও সামাজিক দুরুত্ব মেনে না চলার কারণে মহারাষ্ট্রে করোনা বাড়ছে বলে আশঙ্কা করছেন রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডা. সঞ্জয় ওক।

এবছর ভারতে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও মহারাষ্ট্রসহ ছয়টি রাজ্যে ফেব্রুয়ারির শুরু থেকে আবারো করোনা সংক্রমণ বাড়ছে। ধারণা করা হচ্ছে নতুন করে করোনার প্রকোপ বাড়ার পেছনে করোনার নতুন ধরণও দায়ী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০