কলম্বিয়ার আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ দুই পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
কলম্বিয়ার আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ দুই পাইলট নিহত হয়েছে। শনিবার এ দূর্ঘটনা ঘটে।
কলম্বিয়া ডব্লিউ রেডিওর খবর অনুযায়ী, এপিয়ে বিমান ঘাঁটিতে যুদ্ধবিমানে প্রশিক্ষণ মহড়া চলছিল। এ সময় একসঙ্গে ৫-৬টি বিমান মহড়ায় যায়।
মহড়ার সময় আচমকাই দু’টি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষে
দু’টি বিমানেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তার পর আছড়ে পড়ে মাটিতে। এতে মৃত্যু হয় দুই পাইলটের। দু’টি বিমানেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তার পর আছড়ে পড়ে মাটিতে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজা
বিমান সেনা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় দু’টি বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে দুই বিমানের সংঘর্ষের কারণ বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী হয়েছিল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।