DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী চামড়া মনি মাদকসহ আটক

News Editor
জুন ১৭, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী চামড়া মনি মাদকসহ আটক

সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কলারোয়া থানার শীর্ষ মাদক ব্যবসায়ী ১৭ মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী আতিয়ার রহমান ওরফে চামড়া মনিকে মাদকসহ আটক করেছে।

কলারোয়া থানার পুলিশ অফিসার এস,আই হামিদুল ইসলাম জানান, কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ চৌকস পুলিশ অফিসার আলহাজ্ব মীর খায়রুল কবিরের নের্তীৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত জেল্লাল হোসেনের প্রচেষ্টায় এস,আই হামিদুল ইসলাম, এস,আই হাফিজুর রহমান, ও এ,এস,আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আজ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বোয়ালিয়া গ্রামের শাবানের মোড় নামক স্থান থেকে বোয়ালিয়া গ্রামের মৃতঃমোজাম্মেল হোসেনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী চামড়া মনিকে মাদকসহ আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এই শীর্ষ মাদক ব্যবসায়ীর নামে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে ১৯ টির মত মামলার গ্রেফতারী পরোয়ানা আছে। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের নিয়মিত মামলা রুজু করে আসামী চামড়া মনিকে জেল হাজতে প্রেরন করা হবে।

আরো পড়ুন :  কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]