DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ;আহত ৫ আটক ৬, অস্ত্র উদ্ধার

Abdullah
মার্চ ৭, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ;আহত ৫ আটক ৬, অস্ত্র উদ্ধার

 

রেজওয়ান উল্লাহ/সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ ডাকাত দলের এক সসদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে।পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত। এঘটনায় চার পুলিশ আহত হয়েছে।  উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার। এসময় পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত। আজ সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান।

 

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এ সংবাদের ভিক্তিতে সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা তাদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার থেকে গুলি বর্ষণ শুরু করে। জবাবে পুলিশও গুলিবর্ষণ করে। পরবর্তীতে গুলিবিদ্ধ একজন ডাকাতসহ ছয়জন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করে। উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ নাইন এমএম একটি পিস্তল। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১২-৭৭৪৬) ও এ্যাশ রংয়ের একটি প্রাইভেটকার। এসময় সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা ওসি নাসির উদ্দিন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর আহত হয়েছেন।

 

আটককৃতরা হলেন, যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শার বসতপুর এলাকার আবুল কালাম (৫৫), একই এলাকার আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছার হাজির আলী গ্রামের হুমায়ন কবির (৩৭), সাতক্ষীরা সদর এর মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)।
আটক গুলিবিদ্ধ ডাকাত যশোর সদরের ধলা মিয়ার পুত্র মিজানুর রহমান (৫০)কে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আরো পড়ুন :  সিলেটে চিরকুট লিখে আত্মহত্যা করলেন মুয়াজ্জিন

 

 

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ‘ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন গোপন খবরে ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি দল অভিযান করে। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, ‘সদর সার্কেল ও কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১