DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কাজলকে পছন্দই হয়নি, স্বীকারোক্তি অজয় দেবগনের

DoinikAstha
এপ্রিল ৩, ২০২১ ৪:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:

৫২ বছরে পা দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। শুক্রবার (২ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তায় ভরে গেছে তার অ্যাকাউন্ট। তার স্ত্রী কাজলও অজয়ের একটি ছবি পোস্ট করেছেন টুইটারে।

২২ বছর আগে বেশ কম বয়সেই বিয়ে হয়েছিল বলিউডের এই দুই তারকার। তার আগে চলে প্রেমপর্ব। ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবিতে দুইজনের আলাপ। সদ্য একটি সাক্ষাৎকারে অজয় দেবগন জানিয়েছেন, প্রথম দেখায় কাজলকে তার পছন্দই হয়নি।

অজয় জানিয়েছেন, ‘হালচাল’ছবির শুটিং শুরু হওয়ার আগে একবার দেখা হয়েছিল তাদের দুইজনের। সেই দেখার পর দ্বিতীয়বার কাজলের সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়নি তার। কারণ প্রথম দর্শনে কাজলকে উদ্ধত এবং খুব বাচাল বলে মনে হয়ছিল অজয়ের।

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা আমাদের দু’জনের ব্যক্তিত্ব একদম বিপরীত মেরুর ছিল। তবে শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।