DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কাতারে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের রুহিত সুমন

Astha Desk
জুন ২, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

কাতারে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের রুহিত সুমন

 

মোঃ মানিক খানঃ

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত চারদিনব্যাপী টেক ও গ্রিন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন যুব সংগঠক, উদ্যাক্তা ও ময়ূরঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন (মোঃ সুমন রহমান)।

 

জানা যায়, প্রায় ত্রিশটি দেশের তিন শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে। কাতার প্রজেক্টের এই আয়োজনটিতে “আধুনিক প্রযুক্তির সুফল ও সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সুমন বলেন, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করা সবসময় আমার কাছে অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই।

 

উল্লেখ্য, সুমন এর আগে বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন ও সামিটে অংশগ্রহণ করার পাশাপাশি মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে “আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড“, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” ইংল্যান্ড থেকে “স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন । এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা।

 

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]