মাদককাণ্ডে জড়িত থাকায় শনিবার এনসিবি দীপিকা পাড়ুকোনকে টানা সাড়ে ৫ ঘণ্টা জেরা করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লাগাতার জেরার মুখে প্রায় তিনবার কেঁদে ফেলেন দীপিকা।সর্বভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দীপিকা যখন কাঁদতে শুরু করেন, তখন তাকে এনসিবি-র আধিকারিকরা সাফ জানিয়ে দেন, কান্নাকাটি করে এখানে ‘চিড়া ভিজবে না’।
এখানে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবেন না। যা জিজ্ঞেসা করা হবে ‘সত্যি কথা বলবেন’ বলেও দীপিকাকে সাফ জানান এনসিবি আধিকারিকরা।এদিকে শনিবারই জানা গিয়েছিলো, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট-এর কথা এনসিবি-র জেরার মুখে মেনে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকাই ছিলেন বলে জানিয়েছেন তার ম্যানেজার কারিশ্মা প্রকাশ।
আরও পড়ুন : জাপানের পুরষ্কারবিজয়ী অভিনেত্রীর নিজ ঘরে লাশ উদ্ধার
এর আগে ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার যে হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে এসেছিলো, তাতে অভিনেত্রীকে ‘মাল’, ‘হাশ’, ‘গাঁজা এই শব্দগুলি ব্যবহার করতে দেখা গিয়েছিলো। প্রসঙ্গত শনিবার দীপিকা ও তার ম্যানেজারকে একসঙ্গে বসিয়ে জেরা করে এনসিবি। তাদের দুজনের কথাবার্তা অসঙ্গতি রয়েছে বলে জানা যায়।
সূত্রে আরো জানা যায়, দীপিকা বেশিরভাগ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’ তেই দেয়ার চেষ্টা করেন। আর তাতেই বিরক্ত হন এনসিবি-র আধিকারিকরা। জানা যাচ্ছে দীপিকাকে এনসিবি-র আধিকারিকরা ক্লিনচিট দেননি। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে