DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জের খারহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত

News Editor
জুলাই ১২, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জের খারহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা কালিগঞ্জের খারহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত। ভারত হতে গরু নিয়ে হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে ইছামাতি নদী পার হয়ে আসার সময় খারহাট সীমান্তে ধাওয়া করে বিএসএফ গুলি চালালে আব্দুর রাজ্জাক (২২) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক ১টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঈছামতি নদীতে।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকার রমজান আলীর পুত্র এবং মাদক কারবারি আকবরের শ্যালক। নিহত আব্দুর রাজ্জাকের লাশ এখনো বিএসএফ হস্তান্তর করিনি বা ঘটনার সত্যতা স্বীকার করিনি। সংবাদ পেয়ে নিহত আব্দুর রাজ্জাকের চাচা আব্দুস সালাম ওরফে সবুজ হোসেন সোমবার (১২জুলাই) বেলা ১টার সময় বসন্তপুর বিজিবি ক্যাম্প অধিনায়কের নিকট লাশ হস্তান্তরের জন্য একটি লিখিত আবেদন করেছে।

এ ব্যাপারে বসন্তপুর বিজিপি ক্যাম্প এর অধিনায়ক হাবিলদার খলিলুর রহমান জানান, ঘটনা সম্পর্কে তাদের কিছু জানা নেই। তবে নিহতের পরিবার আবেদন করেছে, আমি বিষয়টি নিয়ে ব্যাটেলিয়ান অধিনায়কের নিকট কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।

এ ব্যাপারে নিহতের চাচা আব্দুস সালাম ওরফে সবুজ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক জানান, শনিবার দুপুরের পর হতে আব্দুর রাজ্জাক বাড়ি হতে বেরিয়ে কোথায় গেছে সে ব্যাপারে তারা কিছু জানেন না। তবে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে তার ছবি দেখে বিষয়টি নিশ্চিত হয়ে খোঁজখবর শুরু করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮