DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া,পুলিশ ও বিজিবি’র লাঠিচার্জ

DoinikAstha
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেদে সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইসলাম নামে এক যুবক আহত হয়েছে। দুই কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ বিজিবি ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ পৌরসভায় ভোট গ্রহন হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। এদিকে কালীগঞ্জ পৌরসভার ধানের শীষ প্রতিকের ময়ের পার্থী আলহাজ ।

মাহবুবার রহমান অভিযোগ করেছেন তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবখানেই নৌকার রাজত্ব কায়েম করা হয়েছে। কারো কাছে অভিযোগ করে কোন ফল পাওয়া যায়নি।

এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১০ জন পুলিশ, ১৯৮ জন আনসার ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটার রয়েছে ৪০৫৭৭ জন। নয় ওয়ার্ডে ২১ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

মেয়র পদে আওয়ালীগের দলীয় প্রার্থী নৌকার প্রতিকের আশরাফুল আলম আশরাফ, বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী মাহবুবার রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান প্রতিদ্বন্দিতা করেন।

এছাড়া সাধারন কাউন্সিলর পদে ৫০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে ৫নং ওয়ার্ডেও কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪