কাশ্মীরের ডাল লেকে নৌকায় আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের কাশ্মীরের শ্রীনগর জেলার ডাল লেকে (হ্রদ) থাকা কয়েকটি হাউজবোটে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছে। সূত্র-ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।
তবে সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা আগুনের কথা স্বীকার করলেও নিহত কথা উল্লেখ করেনি।
আজ শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে। এসময় লেকে থাকা কয়েকটি হাউজবোটে আগুন লেগে খাদে পুড়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুনের ঘটনার কয়েক ঘণ্টা পর সাফিনা নামে একটি হাউজবোট থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই বাংলাদেশি। তবে নিহতদের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে প্রথমে আগুন লাগে। বাতাসের তোড়ে অন্যান্য হাউজবোটেও আগুনের সূত্রপাত হয়। অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি বোট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কয়েকটি নৌকা পুড়ে ভস্মিভূত হওয়ার কয়েক ঘণ্টা পর মৃতদেহ গুলো উদ্ধার করা হয়।
দমকল সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে পাঁচটি হাউসবোট এবং তিনটি ঘর। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সূত্র-ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দ বাজার পত্রিকা।