DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অবরোধের নামে অগ্নি -সন্ত্রাসী করলে কেউ ছাড় পাবে না-এমপি বাহার

Habibur Rahman Monna
নভেম্বর ৫, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

বিএনপির দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রবিবার (০৫ নভেম্বর) কুমিল্লার মহাসড়কে অবস্থান নিয়েছে কুমিল্লা মহানগর  আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অবরোধের প্রতিবাদে মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শান্তি মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।   রবিবার বেলা ১০ টায়  নন্দনপুর কোটবাড়ি বিশ্ব রোড এলাকায়  শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

এমপি বাহার বলেন, কুমিল্লায় একজন অগ্নি সন্ত্রাসীকেও ছাড় দেওয়া হবে না। ২০১৩-২০১৫ সালেও তারা অবরোধের ডাক দিয়েছিল,কুমিল্লার মানুষ তা প্রত্যাখ্যান করেছিল। আজকের দিনেও কুমিল্লায় একটা দোকানপাট বন্ধ নেই। আন্ত:জেলা সব গাড়ি চলছে। আজকে থেকে ঢাকাগামী বাসও ছাড়বে। কুমিল্লার গাড়ির মালিক শ্রমিকরা পুরোদমে গাড়ি চালানো শুরু করেন। কুমিল্লার ২৫ টি স্পষ্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগনের জানমালের নিরাপত্তার মাঠে রয়েছে। আমাদের প্রিয় নেত্রী ঘোষণা দিয়েছেন, জনগণের নিরাপত্তার রাস্তায় থাকতে। নেত্রীর নির্দেশ কুমিল্লায় অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমার নির্বাচনী এলাকা ছাড়াও কুমিল্লার কোথাও জনগণের কোন গাড়িতে আগুন দিলে  বিএনপি জামায়াত নেতাদের গ্যারেজে আগুন দেওয়া হবে।

এদিকে রবিবার দিনব্যাপী  কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্পটে মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতারা ঘুরে দেখেন ও  বক্তব্য রাখেন  মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক,, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর  সরকার মাহমুদ জাবেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হাবিবুর সায়েরিন সায়ের, উপ প্রচার ও প্রকাশনা সম্পদাক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর শ্রমিকলীগের আহবায়ক আনিছুর রহমান ভূইয়া, যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মাস্টার, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, আদর্শ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  ।

আরো পড়ুন :  দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলে'র মৃত্যু

রবিবার সরজমিনে ঘুরে দেখা যায়, রবিবার সকাল ৭ টা থেকে মহাসড়কের ঝাগুরজুলিতে  উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুলের নেতৃত্বে দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের  দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। এতে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। পরে অবরোধ বিরোধী মিছিল বের করে।

সকাল সাড়ে ৭ টায় নগরীর শাসনগাছা বাস স্ট্যান্ড  থেকে একটি  মিছিল নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভলের নেতৃত্বে পরিবহন শ্রমিক, দূর্গাপুর উত্তর ইউনিয়নের নেতাকর্মীরা  মিছিল নিয়ে আলেখাচর বিশ্বরোড এলাকায় অবস্থান নেন। এতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিনব্যাপী  অবস্থান নেন। শান্তি সমাবেশ করেন।সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন।

এদিকে মহাসড়কের সৈয়দপুরে কালির বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দর আলীর নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় সকাল থেকে কুমিল্লা মহানগর ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের নেতাকর্মীরা অবস্থান নেয়। দিনভর তারা সমাবেশ করে।কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোড সকাল থেকে অবস্থান নেন কুমিল্লা মহানগর ৭, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের নেতাকর্মীরা

এছাড়া মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে পুরো  কুমিল্লার মহাসড়কে  মটর সাইকেলে টহল দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা।

দৈনিক আস্থা/মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১