DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

Habibur Rahman Monna
অক্টোবর ১৯, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না।। 
নির্যানের শিকার শিশু গৃহকর্মীর সংবাদ সংগ্রহের সময় কুৃমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক  ও দালালদের হাতে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসানকে লান্চিতের ঘটনার প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুৃমিল্লার আয়োজনে ১৯ অক্টোবর কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বিকেল ৪টায় আয়োজিত মানব বন্ধনে ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস,কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাব ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশন কুমিল্লার সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক কালবেলা পত্রিকার কুমিল্লা ব্যুরো প্রধান অধ্যাপক দিলিপ মজুমদার, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন । বক্তারা অবলিম্বে এই ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচারদাবী করেন। তারা আরো বলেন সাংবাদিকরা সত্যের অনুসন্ধানী,সংবাদ সংগ্রহে ও সত্য প্রকাশে সকলের সহযোগিতা প্রয়োজন।
মানববন্ধন শেষে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে এক প্রতিবাদ ও কর্মসূচী প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।  সেখানে  যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  কি ঘটেছিল তা বর্ণনা করে বক্তব্য রাখেন। অন্যন্য বক্তাদের বক্তব্যের পর কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান তিন দিনের মধ্যে এই ঘটনা সুষ্ঠ সমাধানের জন্য আটটিমেটাম দেন।  পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী মোবাইল ফোনে  সাংবাদিকদের সাথে এহেন ঘটনার  সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য গত ১৮ অক্টোবর সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক ও ক্যামেরা পার্সন কে লাঞ্ছিতের ঘটনা ঘটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০