DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ব্জ্রপাতে ২ কৃষক মৃত্যু

Astha Desk
জুলাই ১, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় ব্জ্রপাতে ২ কৃষক মৃত্যু

 

আজিজুল ইসলাম/কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় সদর উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ জুলাই) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো-ওই গ্রামের করিম সওদাগরের ছেলে জহুর আলী (৫০) ও মহির উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৩৭)।এসময় একই গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।

 

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, হতাহতরা সবাই কৃষি কাজ করেন। আজ দুপুরে দিকে প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের সময় তারা মাঠের কাজ শেষ করে আইলচারা ইউনিয়নের সিদুরঘাট এলাকার তালতলা বাজারে একটি টিনের চালার নিচে অবস্থান করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, আহত রেজাউল এখন শঙ্কামুক্ত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।