DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশু নিহত

Astha Desk
জুন ২, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২রা জুুুন)  দুপুরে উপজেলার ধারাবাশাইল ও হরিণাহাটি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো-ধারাবাশাইল গ্রামের ভবেন রায়ের মেয়ে আঁখি রায় (৬) ও হরিনাহাটি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে আহমুদুল্লাহ (২)।

জানা গেছে, আজ দুপুরে আঁখি রায় বাড়িতে খেলছিল। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অপর দিকে, আজ দুপুরে আহমুদুল্লাহ বাড়িতে খেলছিল। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, আখি রায়ের মুত্যুর সংবাদটি আমরা পেয়েছি। তবে আহমুদুল্লার বিষয়ে খোঁজ নিচ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]