কোটি টাকার বাঁধের নিচে বোমা মেশিন, লুট হচ্ছে তিস্তা নদীর বালু
- আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৭৬ বার পড়া হয়েছে
কোটি টাকার বাঁধের নিচে বোমা মেশিন, লুট হচ্ছে তিস্তা নদীর বালু
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত সলেডি স্প্যার বাঁধের নিচে বসানো হয়েছে বালু খেকো চক্রের বোমা মেশিন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে লুট হচ্ছে তিস্তা নদীর বালু।
জানা গেছে, তিস্তা নদীর ভাঙন রোধে বিগত বিএনপি জামায়াত জোট সরকার আমলে ২০০২ সালে ৫ কোটি টাকা ব্যায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামে তিস্তা নদীর বাম তীরে সলেডি স্প্যার বাঁধ-২ নির্মান করে সরকার। সেই বাঁধের একশত গজ ভাটিতে বোমা মেশিন বসিয়ে দীর্ঘ দিন ধরে বালু উতোলন করছে বালু খেকো চক্রের নেতা শওকত হোসেন ওরফে বালু শওকত।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে সরকারী কাজের অজুহাত দেখিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন বালু শওকত। বিগত দিনে মন্ত্রীর এপিএস মিজানের নামে তোলা হলেও বর্তমানে সরকারী কাজের অজুহাতে বালু তুলছেন শওকত। বোমা মেশিনটি সলেডি স্প্যার বাঁধের প্রায় একশত গজ ভাটিতে নেয়া হয়েছে। ফলে সেখানে বড় গর্ত হওয়ায় যেকোন মুহুর্তে ধ্বসে যেতে পারে স্প্যার বাঁধটি। এটি ধ্বসে গেলে শত শত বসতভিটা স্থাপনা ও আবাদি জমি তিস্তার কড়াল গ্রাসে বিদ্ধস্থ হবে।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সলেডি স্প্যার বাঁধের মাত্র একশত গজ ভাটিতে বোমা মেশিন বসিয়ে দক্ষিণে প্রায় পাঁচশত গজ দুরে মজুর বাড়ির পাশে স্তুুপ করা হচ্ছে তিস্তা নদীর বালু। কয়েক দিন আগে স্তুপ করা হয় ওই এলাকার রফিজের ছেলে মন্টু মিয়া, মোসলেমের ছেলে মন্টু, নবিয়ারের ছেলে তাজাম্মেল, বজলুর ছেলে রবিউলের বাড়ির পাশেসহ অনেক স্থানে স্তুপ করে। বালু তোলা শেষ হলে সুযোগ মত সড়িয়ে নেয়া হবে ট্রাকে। এমনটা দাবি স্থানীয়দের।
তবে সেখানে কর্মরত একজন শ্রমিক বলেন, শওকতের নির্দেশে বালু তোলা হচ্ছে। তার মেশিন তার তেল আমরা তার হয়ে কাজটা করছি মাত্র। বালু প্রসঙ্গে কিছু জানতে হলে শওকতের সাথে কথা বলার পরামর্শ দেন।
একই স্থান থেকে প্রতিবছর বালু উত্তোলন করায় বাঁধটি বেশ ঝুঁকিপুর্ন হয়েছে। বন্যার সময় বাঁধটি কেঁপে উঠে। বালু উত্তোলনের প্রতিবাদ করলে স্থানীয় নেতাদের দিয়ে হয়রানী করে। তাই কেউ প্রতিবাদ করে না।
এসব বিষয়ে শওকত আলী ওরফে বালু শওকত বলেন, সলেডি স্প্যার বাঁধের ভাটিতে প্রায় ১৩ হাজার জিও ব্যাগে বালু ভরাট করার কাজ পেয়েছেন দিনাজপুরের একজন ঠিকাদার। তার হয়ে আমি নদী থেকে বালু উত্তোলন করে কাজ শেষ করেছি। এখন কে বালু উত্তোলন করছে তা আমার জানা নেই।
স্প্যার বাঁধের কাছে বালু মেশিন বসানোর কারনে বাঁধের ক্ষতি হবে কি না? এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করেন নি। মুল ঠিকাদারের নাম নম্বর চাইলেও দেননি তিনি।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, জিও ব্যাগে বালু ভরাট ও ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। বালু স্থানীয় ভাবে ম্যানেজ করার কথা হয়েছে। তবে বাঁধের নিচে মেশিন বসানো ঠিক নয়। বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।