DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কোন চক্রান্ত করে ঈগলের বিজয় ঠেকাতে পারবে না : আবুল কালাম আজাদ

Habibur Rahman Monna
জানুয়ারি ৪, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে কু‌মিল্লা-৪ (‌দে‌বিদ্বার) আস‌নের সংসদ সদস‌্য ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজা‌দ এক নির্বাচনী সমাবেশে বলেছেন, স্মার্ট ও উন্নত দেবিদ্বার গড়ে তুলতে আমি কাজ করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের কাছে ঈগল প্রতীক নিয়ে একজন প্রার্থী হিসেবে এসেছি। আপনারাও আমাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, এ হাজার হাজার মানুষের উপস্থিতি আজ প্রমাণ করেছেন। 

চারদিকে ঈগল প্রতিকের জয়জয়কার। যার জন্য আমার বিরোধী পক্ষ হিংসায় জ্বলে-পুড়ে মরছে। তাঁরা প্রতিনিয়ত ঈগল মার্কার নেতা-কর্মীদের নানাভাবে বাধা দিচ্ছে। সভা সমাবেশ যোগ দিতে বাধা দিচ্ছে।  আমি বলব যত বাধাই আসুক, ঈগল মার্কার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে আমার কর্মী সমর্থকরা, তোমরা যতই ষড়যন্ত্র করো কেন লাভ হবে না।  আমি আপনাদের কথা দিচ্ছি, দুর্দিনে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, সাহস যুগিয়েছেন আমিও আপনাদের পাশে থাকব, আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় বড়শালঘর হাইস্কুল মা‌ঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। বীরমুক্তিযোদ্ধা সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব‌্য রা‌খেন, জাতীয় পা‌র্টির প্রেসিয়াম সদস‌্য অধ‌্যাপক ইকবাল হো‌সেন রাজু, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের প্রতিষ্ঠাকালীন  সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লী‌গের সদস‌্য কা‌লিপদ মজুমদার, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, উত্তর জেলা আওয়ামীলীগের সা‌বেক সদস‌্য হা‌জি তু‌হিন, বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো জহিরুল ইসলাম জারু,  বড়শালঘন  ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো ইউনুছ মাস্টার, উপ‌জেলা শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক কাউছার হায়দার প্রমুখ। সমাবেশে মো.আবুল কালাম আজাদ ব‌লেন, আজ প্রচারণার শেষ দিন দয়া করে আপনাদের কাছে ঈগল প্রতিকে একটি করে ভোট ভিক্ষা চাচ্ছি, আগামি ৭ জানুয়ারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।  তিনি আরও বলেন, এ নির্বাচন হ‌বে বিদ‌্যু‌তের মিটার চোরদের বিরুদ্ধে যারা সাধারণ মানুষের কো‌টি কো‌টি টাকা আত্মসাৎ করেছে। সিএনজির জিবির না‌মে কো‌টি টাকা আত্মসাৎকারীদের বি‌রুদ্ধে, গোমতীর মা‌টি লু‌টেরা‌দের বি‌রুদ্ধে। তি‌নি আরও ব‌লেন, এবা‌রের নির্বাচন হ‌বে জনগণ‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেয়া শ্রেষ্ঠ উপহার। অবাধ, সুষ্ঠ নির্বাচ‌নের মধ‌্য দি‌য়ে তি‌নি দে‌শে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা কর‌তে অঙ্গীরাবদ্ধ। সুতরাং যারা বল‌ছেন, ভোট কে‌টে নি‌য়ে যা‌বেন, ডিক্লার দি‌য়ে দে‌বেন তাঁরা সাবধান হ‌য়ে যান, প্রধানমন্ত্রীর এই ম‌ডেল নির্বাচন‌কে যারা প্রশ্ন‌বিদ্ধ কর‌বেন তা‌দের ক‌ঠোর হা‌তে প্রতি‌রোধ করা হ‌বে। এর আগে ফতেহাবাদ ইউনিয়ন ও ইউসুফপুর ইউনিয়নে আরও দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সমাবেশে হাজার হাজার জনতা উপস্থিত হয়।

আরো পড়ুন :  দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলে'র মৃত্যু

দৈনিক আস্থা/ মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১