DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫

Astha Desk
আগস্ট ২৪, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের একটি বারে বন্দুকধারীর গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন, সিবিএস লস অ্যাঞ্জেলেস বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। এতে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পরে প্রাণহানির ওই ঘটনা ঘটে এবং ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাবুকো ক্যানিয়নের ‘কুক কর্নার’ নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছেন যে গুলিবর্ষণের পরে একাধিক প্রাণহানি ঘটেছে।

শেরিফের কার্যালয় অবশ্য ঘটনার বিষয়ে আরও বিশদ বিবরণ দেয়নি এবং মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪