DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫
ঢাকামঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত ভিডিওসহ

Astha Desk
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী।

ফাসিষ্ট স্বৈরাচার সরকারের কাছ থেকে পাহাড়ি বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। প্রধান অতিথি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে, তাই আমরা তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

দ্রুত নির্বাচন ঘোষণার দাবিও জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বর্তমান অন্তবর্তী কালীন সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

জনসমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ন-সাধারণ সম্পাদক সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রব রাজা, জেলা কমিটির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথি, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জেলার পানছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসমাবেশে যোগ দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:১৫
  • ৪:২১
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৬:২৪