মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ খাগড়াছড়িতে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ দিবস, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন গ্রুোপের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বুধবার সকাল ১০টায় বিতরণ করা হয়।
জেলা সরকারী গণগ্রন্থাগারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং সমবায় ও সাংস্কৃতিক বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি কলেজের অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক মধু মঙ্গল চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা।
জুনিয়র লাইব্রেরিয়ান রিকেন চাকমা পরিচালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরী ম্যান ওয়েন চাকমা। আলোচনা সভা শেষে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিগন।