খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ওয়াদুদ ভূইয়া
- আপডেট সময় : ১১:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / ১১১৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ওয়াদুদ ভূইয়া
মোঃ মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে ওয়াদুদ ভূইয়ার বাস ভবন বৈঠক কলাবাগানে এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এসময় ওয়াদুদ ভূইয়া বলেন, সাংবাদিকরা জাতির চোখ তাই আপনারা এবং আমরা মিলে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখলে সমাজ সুন্দর হবে সাধারণ জনগণ উপকৃত হবেন। এছাড়া দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের ভূল থাকলে তা সুধরে দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসন, সাংবাদিক ও আমরা (বিএনপি) ঐক্যমতের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানের বিকল্প নাই।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস প্রমূখ।










