খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচনে সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১০৭৬ বার পড়া হয়েছে
২৯৮ নং খাগড়াছড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী নির্ধারণে তৃণমুল দায়িত্বশীলদের নিয়ে মতাবিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরস্থ অরুনিমা কমিউনিটি সেন্টারে এমতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ন-সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কাউসার আজিজী ও বাংলাদেশ ইসলামী যুবনআন্দোলন খাগড়াছড়ি কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে প্রার্থী নির্ধারণে তৃণমুল দায়িত্বশীল উপস্থিত তৃণমুলের দায়িত্বশীল নেতাকর্মীগণ এমপি প্রার্থী বাচায়ে সরাসরি বেলটের মাধ্যমে ভোট প্রদান করেন।










